বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই সেই গর্তে পড়তে হয়, তার প্রমান ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার বাবার গড়া বাকশাল কায়েম করতে গিয়ে নিজেই গর্তে পড়ে গেছেন। সোমবার বিকেলে মানিকগঞ্জের শিবালয়ে ‘আমরা বিএনপি পরিবার সংগঠন আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে পুলিশের গুলিতে হতাহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতার গনআন্দোলনের মুখে ২০০০ ছাত্র জনতার হত্যার দায় নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন। কিন্তু পারেন নি। ভিডিও বার্তা দেওয়ার জন্য তারেক রহমানের সমালোচনা করতেন তিনি। আজ শেখ হাসিনা নিজেই ফেসবুক, ইউটিউবে ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। কোথায় গেলো তার বাহাদুরি। রুহুল কবির রিজভী আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। তাঁদের অবদানের কথা স্মরণীয় করে রাখতে তাঁদের নামে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই-আগষ্ট বিপ্লবে হতাহতদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ‘আমরা বিএনপি পরিবার এর সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ‘আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল সহ হতাহত পরিবারের সদস্যরা। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।