শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ইসলামী ব্যাংকের মধুবাগ উপশাখা উদ্বোধন সাউথইস্ট ব্যাংকের ৪ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ আইএফআইসি ব্যাংকের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক কর্মশালা আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান অস্ত্রধারী ৩ ডাকাতের আত্মসমর্পণ পণবন্দিদের উদ্ধার সম্পদ লুন্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল: ফারুক পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি থাকবে না প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ইসলামী ব্যাংকের ১১০০ কোটি টাকা আত্মসাতে ৫৮ জনের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চাইলেন হাই-রিপ্রেজেন্টেটিভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলাজিজ বিন সালেহ আল খোলাইফির সাথে বৈঠকে ড. খলিলুর রহমান - ছবি - বাসস

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে কাতারের জোরাল সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দোহায় হোটেল শেরাটনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলাজিজ বিন সালেহ আল খোলাইফির সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিল বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘিœত হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের বিষয়ে কাতার সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং হাই-রিপ্রেজেন্টেটিভকে জানান, রোহিঙ্গাদের অমানবিক পরিস্থিতি ও মুসলমান হিসেবে রোহিঙ্গাদের বিষয়টিকে কাতার বিশেষ গুরুত্বারোপ করে থাকে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি কাতারের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম ও মিশন উপ-প্রধান মো: ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com