১৪ ডিসেম্বর/১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত দেখে বিজয় দিবসের ২ দিন আগে দেশের লেখক, কবি, প্রকৌশলী, সাহিত্যিক, সংস্কৃতি ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক সহ প্রথিতযশা শিক্ষকদের স্বাধীনতা বিরোধী চক্র বাড়ি ঘর থেকে ছিনিয়ে এনে নৃশংসভাবে হত্যা করে প্রকাশ্য রাস্তা-ঘাট, ঢাকা শহরের রাজার বাগ সহ বিভিন্ন স্থানে লাশ ফেলে যায় রাজাকার, আল সামস, আল বদর ও স্বাধীনতা বিরোধীরা। যাহা পরবর্তীতে দেশ-বিদেশের বিভিন্ন জরিপে জানা যায় ১ হাজার ৭০ জন বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ পেয়েছে। সেই শহিদ বুদ্ধিজীবী স্মরণে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১ টায় ইউএনও অফিস মিটিং সভাকক্ষে বুদ্ধিজীবী হত্যা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনা (ভূমি) মোঃ নাছিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার হাওলাদার, গণঅধিকার গলাচিপা উপজেলার আহবায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। দিবসটি উপলক্ষে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বিএনপি নেতা আঃ সোবাহান, প্রভাষক হারুন-অর-রশিদ প্রমুখ। পরে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।