ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে একে এম সাইয়াদুর রহমান বাবলুর সঞ্চলনায়, নগরকান্দা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে নগরকান্দা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক অগ্রসর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, দৈনিক সমকালের ভ্রাম্যমাণ প্রতিনিধি আছাদুজ্জামান আছাদ। এসময় আরো উপস্থিত ছিলেন এখন টিভির সিনিয়র রিপোর্টার আজহারুজ্জামান লিমন, দৈনিক প্রথম কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম হোসেন বিজু, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু ও বোরহান আনিস, সাবেক সম্পাদক মাহফুজুর রহমান। নগরকান্দা প্রেসক্লাবের নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সহ- সভাপতি এহসানুল হক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাহিত্য, প্রচারও প্রকাশনা এবং ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, কার্যকরি সদস্য মনিরুজ্জামান তুহিন মোল্যা, হাবিবুর রহমান পান্নু, সাইফুল ইসলাম সাইফ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ভাঙ্গা প্রতিনিধি অজয় দাস, দৈনিক যুগান্তর নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, মাই টিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য মানিক চন্দ্র দাস, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ভোরের কাগজ নগরকান্দা প্রতিনিধি নিজাম নকীব, সালথা উপজেলা ভোরের কাগজ প্রতিনিধি আরিফুল ইসলাম, সদরপুর উপজেলা ভোরের কাগজ প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক রানার প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক নবরাজ প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি আরিফুজ্জামান হিমন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন, দৈনিক অগ্রসরের বিশেষ প্রতিনিধি কবিরুজ্জামান সাহেব। এছাড়াও নগরকান্দা প্রেস ক্লাবের অন্যান্ন সাংবাদিকসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নব নির্বাচিত কমিটির পরিচয় পর্ব শেষে সম্মানিত অতিথি ও নব নির্বাচিত কমিটির ১১ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।