সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে আনন্দমুখর এই পুস্কার বিতরণীর আয়োজন করা হয় গত ১১ ডিসেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম। বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত
উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস মমতাজ বেগম। তিনি বিজয়ীদের অভিবাদন জানিয়ে বলেন, ‘মাইলস্টোন কলেজ ছাত্রীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না। এখানে ছাত্রীদের সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে যাতে তারা জীবনকে নির্মাণ করতে পারে মানবিক মানুষ হিসেবে।’ মিসেস মমতাজ বেগম ছাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘তোমরা অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’