রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

জুলাই বিপ্লব ও বাংলাদেশের প্রকৃতি নিয়ে আর্ট কম্পিটিশন ‘রং তুলিতে বাংলাদেশ’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

কিডস ক্রিয়েশন টিভির আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভি আয়োজন করে জুলাই বিপ্লব ও বাংলাদেশের প্রকৃতি নিয়ে আর্ট কম্পিটিশন ‘রং তুলিতে বাংলাদেশ‘ ।

রোববার, (১৫ ডিসেম্বর ২০২৪) প্রতিষ্ঠানের নিজস্ব স্টুডিওতে এর সরাসরি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে অনলাইনে পাঠানো ছবি থেকে বিচারক মন্ডলীর রায়ে শীর্ষ ১১ জনকে নিয়ে আয়োজন করা হয় চুড়ান্ত পর্ব। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় ফলাফল ও পুরষ্কার বিতরণী।

কিডস ক্রিয়েশন টিভি’র সিইও, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ত্ব শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ভিসি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক।

বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান।

বিচারকার্য পরিচালনা করেন প্রখ্যাত শিল্পী হামিদুল ইসলাম ও বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডল। এছাড়া অংশগ্রহণকারিদের অভিভাবকরা মতামত ব্যক্ত করেন। গান পরিবেশন করে শিশুশিল্পী তাসবিহা আয়ান তানহা ও আবৃত্তি করে ওয়াফিফা কুহল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যেমন করে রংতুলিতে বাংলাদেশের সংগ্রামের চিত্র তুলে এনেছো তেমনি তোমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে। তোমাদের চিত্রকর্ম খুবই সুন্দর হয়েছে। তোমরা অনেক বড় হবে। তোমাদের দেখে সবাই গুণমুগ্ঘ হবে। সবাই গর্ব করবে।  জুলাই বিপ্লবে যে শিশুরা প্রাণ দিয়েছে তারা জান্নাতের মধ্যে প্রজাপতি হয়ে উড়ছে, প্রজাপতি হয়ে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে। তোমরা বিশ্বের সেরা শিল্পী হও সেই সাথে ভালো মানুষ হও।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নারায়ণগঞ্জের সৈয়দ মুঃ আননুর হায়দার, দ্বিতীয় হয়েছে খাঁন সারজিল ইসলাম(ঢাকা), তৃতীয় লিওয়াজা ইনাস(দিনাজপুর), ৪র্থ ওমর আহমেদ(ঢাকা), ৫ম তাসবিহা আয়ান তানহা,(ঢাকা), ৬ষ্ঠ ওয়াফিফা কুহল(দিনাজপুর), ৭ম তাশফিন আয়ফান হক(ঢাকা) ও ৮ম হয়েছে রিমঝিম সাহা(কুমিল্লা)।

বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটির উপস্থাপনায় করেন কিডস ক্রিয়েশন টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম আহসান হাবীব খান। এ সময় আরো উপস্থিত ছিলেন অনলাইন প্রধান হাবিবুল্লাহ শিকদার, ব্রডকাস্ট এক্সিকিউটিভ মিরাদুল মুনীম, অ্যাকাউন্টস হাবীবুর রহমান শামীম, প্রডিউসার মাজেদুর হাসু,আইটি ইনচার্জ ইউনুছ ফারাবী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com