শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবসের আয়োজন

শাহ বুলবুল:
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পরাধীনতার নাগপাশ ছিন্ন করার দিন ‘৫৪তম মহান বিজয় দিবস’ উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। বীরত্বের অবিস্মরণীয় দিনটি উদযাপন উপলক্ষে মাইলস্টোন কলেজ গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলোÑআমাদের অহংকারের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন।
কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এরপর বিশাল মাঠ জুড়ে প্রদর্শিত হয় দৃষ্টিনন্দন কুচকাওয়াজ যাতে সালাম গ্রহণ করেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। মহান বিজয় দিবস পালন উপলক্ষে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। আলোচনার শেষাংশে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি পালন উপলক্ষে ডিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশগ্রহণ করেন কলেজের মেইন ক্যাম্পাস এবং স্থায়ী ক্যাম্পাস দল। সৌহার্দ্যপূর্ণ খলায় স্থায়ী ক্যাম্পাস দল জয় লাভ করলেও আনন্দে মাতোয়ারা ছিলেন সবাই।
বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com