মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

সুন্দরবন থেকে অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে জনসচেতনতামূলক সভা

ইলিয়াস হোসেন মোংলা
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মোংলায় সুন্দরবন থেকে অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ সভার আয়োজন করে ইউএসআইডি ইকোসিস্টেমস ও প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্প। সভায় তিন গ্রামের ভিসিএফ ও ভিসিজি সদস্যরা অংশ নেন। এ সভায় অবৈধ ভাবে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, কারেন্ট জাল ব্যবহার বন্ধ, বন্যপ্রাণী শিকার রোধসহ বিভিন্ন বন অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। আর এসব কাজ থেকে সকলকে বিরত থাকার জন্য আহবাণ জানানো হয় সভায় থেকে। এছাড়াও সুন্দরবন সংরক্ষণ কৌশল সম্পর্কে ও সুন্দরবন আইন সম্পর্কে অবহিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাটাখালী ভিসিএফর সভাপতি মোঃ মারুফ হাওলাদার বাবু, অতিথি ছিলেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতাউর রহমান, ইউপি সদস্যা নুরজাহান বেগম, এনজিও প্রতিনিধি, সিএমসি সদস্য, পিপলস ফোরামের সদস্য ও কাটাখালী, হোগলাবুনিয়া, গোড়াবুড়বুড়িয়া গ্রামের ভিসিএফ এবং ভিসিজি সদস্যসহ মোট ১৬৮জন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com