আগামী ২৪ ডিসেম্বর গাইবান্ধায় কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতের আয়োজনে দারুল আমান ট্রাস্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকার, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফেরদৌস সরকার রুম্মান। এসময় গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম,আগামীদিনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।