মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

তারাকান্দায় অভিযোগের প্রেক্ষিতে রাস্তা পরিদর্শন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দায় অভিযোগের প্রেক্ষিতে সোমবার ২৩ (ডিসেম্বর) বালিখা ইউনিয়নের মাসকান্দায় রাস্তা পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী কর্মকর্তা ওহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ জোবায়ের হোসেন ও সহকারী প্রকৌশলী মো: শওকত আলী খানসহ অন্যান্য কর্মকর্তা ও অভিযোগকারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তার কাজে উপস্থিত এলাকাবাসী খুশি ও সন্তুষ্ট বলে মত প্রকাশ করেন। অভিযোগকারির সামনে রাস্তার পিচ ঢালাই খুদে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কিছু রাস্তার সামগ্রী ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করতে নিয়ে যায় কর্মকর্তাগণ। রাস্তার চলাচলকারী মালেক মিয়া বলেন, আমরা রাস্তা দিয়ে এক সময় কাঁদা পানি দিয়ে চলাচল করতাম। রাস্তা পাকা করনের ফলে এখন যানবাহন দিয়ে চলাচল করতে পারতেছি। এতে আমরা উপকৃত হয়েছি ও কৃষি পণ্য সহজে বৃক্রি করা যায়। রাস্তার কাজ দেখেছি ভালোমতোই করেছে ঠিকাদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com