শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি-জামায়াতসহ সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা আব্বাস কুয়েট: চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি চিফ প্রসিকিউটর সরকার দ্বিতীয় ট্র্যাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধা নটেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস কাশ্মীরে হামলা: ফের ভারত-পাকিস্তান সংঘাতের আশঙ্কা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান শেষ মুহূর্তের গোলে মার্টিনেজের ভিলাকে হারালো ম্যানসিটি দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম শৈশবেই রোপণ হোক মার্জিত আচরণের বীজ

বোরহানউদ্দিনে নিহতের ৫ মাস পর শহীদ ইয়াসিনের লাশ উত্তোলন

বোরহানউদ্দিন প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

জুলাই-আগষ্ট বিপ্লবে ঢাকার নারায়নগঞ্জে নিহত হওয়া শহীদ ইয়াসিনের লাশ ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) প্রশাসনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের উত্তোলন করা হয়েছে। সে ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লাল মিয়ার ছেলে। সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই ও মামলার দতন্ত কর্মকর্তা ইমানুর হোসেন, স্থানীয় হাসপাতালের ডাঃ শাশ্বত মিস্ত্রী চন্দন উপস্থিত ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, ইয়াসিন গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ীতে তাঁর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। পরবর্তীতে তাঁর ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আদেশে তাঁর লাশ উত্তোলন করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিনউপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, মামলা তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ জন শহীদ হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com