বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

ইলিয়াস কাঞ্চনের ৬৮তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে নিসচার আলোচনা সভা ও দোয়া

দাউদকান্দি ও তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮ তম জন্মদিনে দাউদকান্দি নিসচা’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নিসচা দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রিয়াদ মাহমুদ, দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ নূরুল আফসার, নিসচা’র পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি ডা. মোঃ সফিকুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হানিফ খান, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ শেলিনা আক্তার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী। এসময় নিসচা দাউদকান্দির সহ-সাধারণ সম্পাদক শ্যামল রায়, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বনিক, অর্থ সম্পাদক ইয়াছিন প্রধান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার,যুব বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কার্যনির্বাহী সদস্য মোঃ সাদ্দাম হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ ইকরামুল হাসান, মোঃ রাজিব, সদস্য সাকিব সরকার, আহনাফ তিহামী, নাঈমুর রহমান দুর্জয় ও রিয়াদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে, সকল অতিথিকে কেক এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com