বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের বক্তব্যের খন্ডাংশ তুলে না ধারার অনুরোধ করেছেন। আগামী ২৬ ডিসেম্বর কয়রা কপোতাক্ষ কলেজ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে ঐতিহাসিক কর্মী সভা সফল করার লক্ষে ২৪ ডিসেম্বর বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাইফুল্লার সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা জেলা জামায়াতের ইউনিট সদস্য কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ,কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৬ ডিসেম্বর কর্মীসভা সফল করার লক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। আমাদী, বাগালী ও মহারাজপুর থেকে আগত নেতাকর্মীদের ইজিবাইক, নসিমন, বাস ও ট্রাক রাখার ব্যবস্থা করা হয়েছে কালনা মাদরাসা মাঠে। এবং মটরসাইকেল রাখার ব্যবস্থা করা হয়েছে গ্রাজুয়েট স্কুল মাঠে। মহেশ্বরীপুর ও মহারাজপুরের একংশের নেতাকর্মীদের মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন, বাস ও ট্রাক রাখার ব্যবস্থা করা হয়েছে দেউলিয়া বাজার সংলগ্ন নতুন মৎস্য আৎড়। উত্তর বেদকাশী থেকে আগত নেতাকর্মীদের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে মদিনাবাদ মহিলা মাদরাসা মাঠে। এছাড়া সকল খেয়াঘাটে সম্মেলনে আসা লোকজন পারাপারের জন্য অতিরিক্ত ট্রলারের ব্যবস্থা করা হয়েয়ে। কর্মী সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখতে ৫১০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি-আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম কাজ শুরু করেছে। নেতৃবৃন্দ কয়রার ইতিহাসে সর্ববৃহৎ কর্মী সম্মেলনের সংবাদ গনমাধ্যমে প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।