বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

আত্মনির্ভরশীল দল শক্তিশালীকরণে উন্নয়ন সংঘের কর্মী প্রশিক্ষণ

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের ক্ষমতায়ন, নাগরিক মর্যাদা, সরকারি, বেসরকারি সুবিধাপ্রাপ্তি, বাজারে প্রবেশাধিকার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গঠিত আত্মনির্ভরশীল দলকে শক্তিশালীকরণ ও উৎপাদন, বিপনন পরিকল্পনা সভার সহায়তাকরণে কৌশল বিষয়ক চারদিনব্যপী সিডস কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বুধবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কর্মসূচি কর্মকর্তা (ইআই) কৃষিবিদ মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান, হামিদুল হক ও কামাল হোসেন। প্রশিক্ষণে ২০ জন কর্মী অংশ নেন। প্রশিক্ষণে উপবিধি তৈরি এবং উৎপাদন ও বিপনন পরিকল্পনা তৈরি করার যাবতীয় নিয়ম, কানুন, কৌশল বিষয়ে বিশ্লষণমূখী আলোচনা হবে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সিডস কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক সংস্থা জানায়। আগামী ২৮ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হবে। প্রশিক্ষণ সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে। উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে। নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com