বাংলাদেশ ইতিহাস পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলাম স্মারক বক্তৃতা ২০২৪। গত ২৭ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটার ভবনের আর.সি মজুমদার আর্টস অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। ‘মুঘল চিত্রকলায় আকর ঐতিহাসিক উপাদান’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ও শিল্পকলা বিশারদ ড. নাজমা খান মজলিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল বাসির। এছাড়াও বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মুহাম্মদ সিরাজুল ইসলামের কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উদ্যোক্তা সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক ড. মো. আবদুর রহিম, অধ্যাপক ড. মফিজুর রহমান, অধ্যাপক ড. নুসরাত ফাতেমা, অধ্যাপক ড. সুরাইয়া আক্তার, অধ্যাপক ড. এ টি এম সামছুজ্জোহা, মাহমুদুর রহমান প্রমূখ। অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলাম-এর পরিবারের সদস্যদের মধ্যেও বেশ কয়েকজন এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ছাড়াও তার অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।