মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় কোরআন শরিফ থেকে সূরা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়। পরে অতিথিদের ফুলের মাধ্যমে বরণ করার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুতুল নাচ পরিবেশন করে। বিচারপতি এ.এফ.এম আব্দুর রহমান অবঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.ক.ম মোজাম্মেল হক সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো রেজাউল করিম সেলিম সাবেক প্রধান শিক্ষক, ডা: আব্দুল গফ্ফার উচ্চ বিদ্যালয়। মো: হারুন অর রশিদ সাবেক ব্যাংক কর্মকর্তা, মো: মোশারফ হোসেন, সদস্য, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ,আলমগীর হোসেন সামি সদস্য সচিব মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রওশন আরা আক্তার, অভিভাবক সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।