শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

নগরকান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) বিভাগ শামা ওবায়েদ ইসলাম রিংকু। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন, জেলা যুবদলের যুগ্ন- সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ওলামা দল নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শামা ওবায়েদ ইসলাম নগরকান্দায় পৌছালে দলের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কম্বল বিতরণ স্থলে হাজির হয়। প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন কোন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তিনি আরো বলেন দেশ থেকে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও তাদের পেত আত্মারা কিন্তু এখনও দেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তারেক জিয়ার নির্দেশে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করবে বা করতে সক্ষম হবে শহীদ জিয়ার সৈনিকেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com