শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ-ডা. শফিকুর রহমান

নাজমুল হোসেন (বীরগঞ্জ) দিনাজপুর
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর দেশ স্বাধীন ও মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ। জামায়াত ক্ষমতায় গেলে, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। যে রাষ্ট্রে থাকবে না কোন বৈষম্য চাঁদাবাজি ও দুর্নীতি। এদেশের সকল মানুষের সমান অধিকার রয়েছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমিরে জামাত ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে। ‘সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি। সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল, তাদের ধন্যবাদ জানাই। আমিরে জামায়াত আরও বলেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না, দেশবাসী তুলে দিতে চায়।’ আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া। বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহসভাপতি রাশেদুন্নবী বাবু, সহকারী সেক্রেটারি এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা উত্তরের আমির সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা খোদা বখসের কবর জিয়ারত ও মরহুমের স্বজনদের সঙ্গে দেখা করেন। জামায়াতের আমির সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ শেষে বীরগঞ্জের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com