এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিবাদের আলোকে ডিসেম্বর/২৪ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারী/২৫ পর্যন্ত তারুন্যের উৎসব মেলা সংস্কৃতি ক্রীড়া আই সি টি প্রযুক্তি মেলা পিঠা উৎসব সহ নানাবিধ কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন এর আয়োজনে সর্ব শ্রেণী সুধি জন প্রতিনিধি সরকারী কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্খক শিক্খিকা শিক্ষার্থী সহ গণ-মাধ্যম কর্মী সমন্যয়ে ব্যানার সহ ব্যান্ড দলের শোভা যান্ত্রায় উপজেলা প্রশাসন থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এদ্ধাধনী অনুষ্ঠানে নানা রঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতায় নেতৃত্ব প্রদান করেন উপজেলার সু-দক্ষ নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান সহকারী কমিশনার ভূমি মো: নাছিম রেজা, অফিসার ইনচার্জ মো: আসাদুর রহমান কৃষি অফিসার আরজু আক্তার গণ অধিকার পরিষদের আহব্ব্য়ক মো: হাফিজুর রহমান সদর ইউ/পি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন টুটু ডাকুয়া ইউ/পি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় চরবিশ্বাস ইউ/পি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ সহ শত শত তারুন্য যুবক-যুবতীরা র্যালী ও উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেয়