শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

দুপচাঁচিয়ায় আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

লোকাল গভরমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট(এলজিসিআরআরপি) ডব্লিউ-৫ এর প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং দুপচাঁচিয়া পৌরসভার বাস্তবায়নে পৌর এলাকার বম্বুপাড়া পৌর অডিরোটিয়ামের সামনের রাস্তায় আরসিসি ইউনি ব্লক রাস্তা ও আরসিসি ক্রস ড্রেন নির্মাণ করণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। গত ৩০ডিসেম্বর সোমবার সকালে দুপচাঁচিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি প্রধান অতিথি হিসাবে এ ফলক উন্মোচন করে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুল রাশেদ, উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, সালমা খাতুন, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী আজিজুল হক, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রফিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেসার্স রাখিব কন্সট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ৫০লাখ ২৫হাজার ১’শ ৫৫টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com