বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২৪ সাল। বিদায়ি বছরে নানা ঘটনা আলোড়িত করেছিল দেশের ইসলামী অঙ্গনকে। জাতীয় জীবনের এমনই ১০টি ঘটনা তুলে ধরা হলো।
১. ইসলামী দলগুলোর নির্বাচন বর্জন : বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে শুরু হয়েছিল ২০২৪ সাল।
এই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচ- চাপ থাকার পরও তা বর্জন করেন ইসলামী রাজনীতিবিদরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফল মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতো প্রতিনিধিত্বশীল দলগুলো নির্বাচন থেকে দূরে ছিল। জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন না থাকায় দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না। তবে দলটি আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিল।
২. আসিফ মাহতাবের প্রতিবাদ : ২০২৩ সালের শেষভাগ থেকে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুতে বারবার নিজেদের উদ্বেগ প্রকাশ করে আসছিল দেশের আলেমসমাজ ও সচেতন মহল। এরই মধ্যে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার বিষয়ক একটি গল্প প্রকাশ করা হয়। যাতে ক্ষুব্ধ হয় দেশের আলেমসমাজ ও দ্বিনপ্রেমী মানুষ। ১৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেনিমারের আয়োজন করে।
সেমিনারে পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডার বিষয়ক পাতাগুলো ছিঁড়ে সাহসী প্রতিবাদ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খ-কালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। ঘটনার প্রতিক্রিয়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাঁর সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দেয়।
৩. গণ-অভ্যুত্থানে আলেমসমাজের আত্মত্যাগ : জুলাই গণ-অভ্যুত্থানের শুরু থেকে তাতে সক্রিয় ভূমিকা পালন করে দেশের আলেমসমাজ ও মাদরাসা শিক্ষার্থীরা। তাঁরা সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তরুণ আলেম প্রজন্ম নামে বিপ্লবোত্তর একটি সংগঠন জুলাই গণবিপ্লবে শহীদ আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে।
গণমাধ্যমে প্রকাশিত তালিকায় ৭৭ জন শহীদের নাম স্থান পেয়েছে। যার ভেতর মাদরাসা শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। সংগঠনটির দাবি এই তালিকা প্রাথমিক, এতে আরো সংযোজনের অবকাশ আছে। তবে বিভিন্ন অংশীজনের দাবি, জুলাই গণবিপ্লবে শহীদ আলেম ও ছাত্র শিক্ষার্থীদের সংখ্যা শতাধিক এবং আহতদের সংখ্যা সহস্রাধিক।
৪. প্রথম আলেম উপদেষ্টা : ৬ আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ৮ আগস্ট অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। এতে ধর্ম উপদেষ্টা হিসেবে অংশ নেন ড. আ ফ ম খালিদ হোসেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম কোনো আলেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ঘটনা।
৫. মন্দির পাহারায় মাদরাসা শিক্ষার্থীরা : গণ-অভ্যুত্থানে সরকারের পতন হলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যায়। এমন পরিস্থিতিতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এই শঙ্কা দূর করতে এগিয়ে আসে দেশের মাদরাসার শিক্ষার্থীরা। জাতীয় গণমাধ্যমগুলোয় প্রকাশ, এ সময় ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য স্থানে মাদরাসার শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির পাহারা দিয়েছিল।
৬. দেয়ালচিত্রে স্বাধীনতার সূর্যোদয় : জুলাই গণবিপ্লবের পর নানা ধরনের দেয়ালচিত্রে বিপ্লবের বাণী ছড়িয়ে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের আঁকা এসব দেয়ালচিত্র মানুষের আবেগে ঝড় তুলেছিল। এ সময় সারা দেশে আরবি ও বাংলা ক্যালিগ্রাফি অঙ্কনের মাধ্যমে বিপ্লবের বাণী ছড়িয়ে দিয়েছিল মাদরাসা শিক্ষার্থীরা। মাদরাসা শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল ‘স্বাধীনতার সূর্যোদয়’। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মিশন হাসপাতালের পুরাতন দেয়ালে চিত্রটি আঁকেন ক্যালিগ্রাফিশিল্পী উসাইদ মুহাম্মাদ ও তাঁর সঙ্গী মুহাম্মাদ ওমর।
৭. বন্যায় আলেমদের মানবিক তৎপরতা : চলতি বছরের আগস্টে আকস্মিক বন্যায় ডুবে যায় বৃহত্তর নোয়াখালী ও ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। এতে স্থানীয় জনসাধারণ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসে দেশের প্রায় সব ইসলামী দল ও সংগঠন। এ ক্ষেত্রে স্মরণীয় ভূমিকা পালন করে ইসলামী সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটি ১০০ কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করে। যার একাংশ এখনো চলমান।
৮. হজ প্যাকেজের মূল্য হ্রাস : দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বাংলাদেশি হাজিদের উচ্চ প্যাকেজ মূল্যে হজ করতে হচ্ছে। এ বছর হজের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ২৫ সালের হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার খরচ বিগত বছরের তুলনায় প্রায় এক লাখ টাকা কম। তবে নতুন প্যাকেজ নিয়ে অসন্তোষ আছে এজেন্সিগুলোর ভেতর।
৯. নতুন আঙ্গিকে ইসলামী বইমেলা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর বায়তুল মোকাররমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। তবে এ বছর বইমেলা সেজেছিল নতুন সাজে। এত দিনের ‘শ্রীহীন’ বইমেলার সাজসজ্জা ও আয়োজন ইসলামী ধারার প্রকাশক ও পাঠকদের আনন্দিত করেছিল। বইমেলায় ছিল জুলাই গণ-অভ্যুত্থানের সুস্পষ্ট ছাপ।
১০. তাবলিগ নিয়ে বিরোধ ও সংঘর্ষ : বিদায়ি বছরের শেষাংশে তাবলিগ ইস্যুতে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও বিরোধ ধর্মপ্রাণ মানুষকে ব্যথিত করেছে। বিশেষত ১৮ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমার মাঠে প্রবেশের চেষ্টা এবং সেখানে প্রবেশের পর ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলার ঘটনা ছিল অত্যন্ত ন্যক্কারজনক। এই ঘটনায় চারজন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। এরই মধ্যে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাদপন্থী কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে। (বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন অবলম্বনে)