রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঝুঁকির মুখে সুইসগেট, সেতু, চা-বাগানের প্লান্টেশন এলাকা তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গায় জোরপূর্বক মাছের সেড নির্মাণের অভিযোগ নতুন বছর উপলক্ষে পৌরসভার ৫নং ওয়ার্ডে যুবদলের আলোচনা সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন চট্টগ্রামে ডিসি পার্কে ফুল উৎসব শুরু স্বামী পাতি তুলে পরিবাবের সাবাই মিলে হামা বাঁশের চাটাই বানাই জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মৌলভীবাজারের মুজাহিদ বুলবুল এখন দেশের ইসলামী সংগীতের তারকা শিল্পী ফটিকছড়ির কাঞ্চননগরে পর্দা উঠল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের

বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ

সোহেল মাহমুদ (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল এর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র সমাবেশ উদযাপন করা হয়েছে।
গত বুধবার পহেলা জানুয়ারি সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বালুর মাঠে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, পায়রা উড়িয়ে ও কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
এ সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, ১৯৭১ মুক্তিযুদ্ধ থেকে নিয়ে ২০২৪এর জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সে সাথে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সকলের পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আমাদের ছাত্রদলের যে ভাইয়েরা নিহত হয়েছেন, নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন আমি তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
ছাত্রদলকে সবাই বলে ভ্যানগার্ড আমিও বলি, ছাত্রদলের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের বুঝতে হবে এই ভ্যানগার্ড কি? তোমাদের মধ্যে যে নীতি নৈতিকতা, আদর্শ, তোমাদের মধ্যে যে ভালো কর্মকান্ড রয়েছে, তা সমাজের সবার মধ্যে ছড়িয়ে দেয়ার আলোকবর্তিকার নাম ভ্যানগার্ড। তোমাদের মানুষ অনুসরণ করবে। তোমাদের সমাজ সংস্কারে অবদান রাখতে কাজ করতে হবে।
তোমাদের মধ্যে যারা মুসলমান আছো তোমরা তোমাদের পরিবারের সদস্যদের ইসলামিক আকিদা মেনে চলার জন্য তাগিদ দিবে যেনো তারা নামাজ পড়ে রোজা রাখে। নিজের ইবাদত ছাড়া কেউ বেহেশতে যেতে পারে না।
তোমাদের মা-বোনেরা যেনো কোনো ধর্মের নামে প্ররোচণার ফাঁদে পা না দেয় ,তোমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। তোমরা প্রতি মাসে ছাত্রদলের আয়োজনে এই উপজেলায় একটি মাদক বিরোধী র‌্যালি করবে। তোমরা প্রতিটি কলেজে যাবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে যেয়ে তোমাদের আচরণ দিয়ে তাদেরকে আমাদের দলীয় মুল্যবোধের কথা বুঝিয়ে নতুন কর্মী তৈরির জন্য কাজ করবে। অনেক দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী আছে যারা পড়াশুনার খরচ চালাতে পারেনা তোমরা তাদের তথ্য সংগ্রহ করে আমার কাছে দিবে আমি একটা ফান্ড করে দিবো সেখান থেকে তাদের সহায়তা করা হবে। এসমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের উচ্চ শিক্ষার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। গতবছরে যে সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে তোমরা তাদের তালিকা তৈরী করো তাদের পড়াশুনায় উৎসাহ যোগাতে সংবর্ধনা ও সম্মানী দেয়া হবে এ কাজের দায়িত্বগুলো আজ আমি তোমাদের দিতেছি। ছাত্ররা হলো জাতির মেরুদন্ড তোমাদের প্রথম কাজ হচ্ছে পড়াশুনা করা। রাজনীতি তোমাদের পেশা না মূল লক্ষ্য লেখাপড়া। দেশগঠনের জন্য রাজনীতি প্রয়োজন আছে সেখানে অবশ্যই ছাত্রদের প্রয়োজন আছে তোমরা সমাজগঠনের জন্য দেশগঠনের জন্য রাজনীতি করবে। ইউনিয়ন ও ওয়ার্ডে ছাত্রদলের যে কমিটি রয়েছে তোমরা সপ্তাহে একদিন সবার সাথে বসবে। ছাত্রদলের ব্যাপারে খারাপ কিছু শুনলে আমি কষ্ট পাই, তোমাদের যখন যা প্রয়োজন আমাকে বলবা আমি সাধ্যমত তোমাদের পাশে আছি। আগামী নির্বাচনে ছাত্রদলকে আরো সুসংগঠিত শক্তিশালী হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমাদের অনেক অজানা শত্রু আছে সুন্দর সমাজ বিনির্মাণে তোমরা যদি বলিষ্ঠ ভূমিকা রাখো তাহলে তোমরা এই উপজেলা থেকে হাফিজ ইব্রাহিমকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারবে। সমাবেশে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য প্রদান করেন। উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদকদের বর্তমান কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে সকাল থেকে পৌরসভা, কলেজ, পলিটেকনিক ও ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন। পুরো এলাকা তখন ছাত্রদলের নেতা-কর্মীদের পদচারনে মুখরিত হয়ে উঠে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মো.আজম, যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি আঃ রব হাওলাদার, বশির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, শাহাবুদ্দিন বাচ্চু, ইউসুফ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, যুগ্ন আহ্বায়ক সুমন পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা খানম, সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি, উপজেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি আলম খাঁন হৃদয়, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাওন, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টিপু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com