ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের সহধর্মিণী ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। গতকাল বৃহস্পতিবার (২জানুয়ারি) দৌলতখান উপজেলা ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া ,সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সনজিব মৃর্ধা, সদস্য সচিব সোহান হাওলাদার, যুগ্ন আহবায়ক রাকিব পন্ডিত ,পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হানসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।