শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

হানিমুনে কেন মালয়েশিয়া জানালেন উর্বী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ক্রমশ দর্শকদের প্রিয় হয়ে উঠছেন বাংলা নাটকের নতুন মুখ প্রিয়ন্তি উর্বী। এ কারণে একের পর এক নাটকে পাওয়া যাচ্ছে তাকে। গত মাসে হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন এই উঠতি তারকা। নববধু ও বর এবার যাচ্ছেন হানিমুনে! কিন্তু হানিমুনের জন্য কেন মালয়েশিয়া বেছে নিলেন তারা?
গত ২৭ ডিসেম্বর বিয়ে করেন উর্বী ও সালমান আহমেদ। এবার মধুচন্দ্রিমা উদযাপনে মালয়েশিয়া যাচ্ছেন তারা। বেশ কয়েকটি দেশ ঘুরেছেন উর্বী। তবু এত দেশ থাকতে হানিমুনের জন্য মালয়েশিয়াকে বেছে নিলেন কেন? জানতে চাইলে উর্বী বলেন, ‘সালমান সাড়ে তিন বছর মালয়েশিয়ায় পড়াশোনা করেছে। হানিমুনে তার ছাত্রজীবনের স্মৃতিঘেরা জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখাবে। এই কারণেই হানিমুনের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া।’
বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিয়ের প্রস্তাব। এতটাই সংক্ষিপ্ত ছিল এই জুটির বিয়ের সফর। গুলশানের এক রেস্তোরাঁয় গায়েহলুদ, আজাদ মসজিদে কাবিনামায় স্বাক্ষরের পর দুপুরে বাংলামোটরে আরেক রেস্তোরাঁয় ছিল বিয়ের অনুষ্ঠান। উর্বী জানালেন দশ দিন পর ঢাকায় ফিরে কাজে ডুব দেবেন তিনি। বিয়ের পরের দিনগুেলা কেমন কাটছে? জানতে চাইলে এই মডেল ও অভিনয়শিল্পী বলেন, ‘সংসারের টুকিটাকি কাজ করতে করতে সময় যে কোন দিক দিয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না।’ নাটক ও সিরিজে নিয়মিত দেখা যাচ্ছে উর্বীকে। কাজ করেছেন সিনেমায়ও। উর্বী অভিনীত সজল এ আজাদ পরিচালিত ‘সিটি গোল্ড’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর আগে শেষ করেছেন ‘অনাবৃত’ ও ‘জুন’ নামে দুটি সিনেমার কাজ। ভালোবাসা দিবসের কয়েকটি নাটকেও দেখা যাবে তাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com