দৌলতখানে বিএনপি’র প্রতিনিধি সভায় মাফরুজা সুলতানা
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে। ধানের শীষে ভোট পাওয়ার জন্য সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আগামী দিনে হাফিজ ইব্রাহিমের হাতকে আরো শক্তিশালী করার জন্য নেতা কর্মীদেরকে অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি দৌলতখানে বিএনপি’রএক প্রতিনিধি সভায় গতকাল রোববার এ কথা বলেছেন।
ভোলার দৌলতখান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন বিএনপি ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন এ প্রতিনিধি সভার আয়োজন করে। গতকাল রবিবার ১৯ শে জানুয়ারি বিকেলে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে বিএনপির এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. ওবায়দুল হক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু প্রমুখ। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।