সুনামগঞ্জে শায়খুল হাদিস আব্দুর রহিম (রাহ:) মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। লিখনী সাহিত্য সংসদ (লিসাস) সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিসাস-এর সভাপতি মাও. মাহবুব সালমান। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ৩টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহীদ জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে ৫০ জন পরীক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর মধ্যে প্রথম হয়েছেন জামেয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি মাদরাসার পরীক্ষার্থী মোঃ ওমর ফারুক। পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন তারাপাশা নুরুল উলুম মহিলা মাদরাসার পরীক্ষার্থী মোছা. ফাইজা আক্তার ও একই মাদরাসার পরীক্ষার্থী খাদিজা বেগম তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন। লিসাস এর সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নুর আহমদ ও মাও. আব্দুল মালিক তোহা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খ আব্দুল বছীর,হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন,দারুল উলুম দরগাহপুর মাদরাসার মোহাদ্দিস ও লিসাস এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাও. ইমদাদুল হক হাসারচরী, শায়খ আনোয়ার পাশা গাজিনগরী, সৈয়দ আবু আলী, মাওলানা দিলোয়ার হোসাইন, শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, মাওলানা তাহাজ্জুল হক আজিজ, মুফতি বদরুল আলম, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা দিলওয়ার হোসাইন ও হাফিজ মাহমুদুল হাসান প্রমুখ। কমিটির সাধারণ সম্পাদক রব্বানী হাসান জানান, উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের ৬৮টি মাদরাসার ২৯৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তন্মধ্যে ২৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী মেধা তালিকায় নির্বাচিত হলে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে।