মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, ৪নং সিন্দুরখান ইউনিয়ন এবং ৬ নং আশিদ্রোন ইউনিয়নে অভিযান পরিচালন করা হয়। অভিযানে শ্রীঙ্গল সদর ইউনিয়নের তালতলা নামক এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশোধিত ২০২৩’ এর বিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদ- করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসসহ শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, এবিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যপী অভিযান পরিচালনা করা হয়েছে। মাটি কাটা অবস্থায় এক ব্যক্তিকে পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলায় এক লাখ টাকা জরিমানা করেছি। ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, গত মঙ্গলবার ‘আইন অমান্য করে মাটি বিক্রি, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় পরদিন উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে করে উপজেলা প্রশাসন।