বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

চাঁদপুর সাহিত্য সম্মেলন আজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিল্প-সাহিত্যের সংগঠন ‘সাহিত্য মঞ্চ’। চাঁদপুর জেলার সাহিত্যপ্রেমী স্বপ্নবাজদের প্রাণপ্রিয় ঠিকানা ‘সাহিত্য মঞ্চ’ আত্মপ্রকাশের পর থেকে কাজ করছে শিল্প ও সাহিত্যের সৃজনশীল প্রসারে। এরই ধারাবাহিকতায় সাহিত্য মঞ্চ গত কয়েক বছর যাবৎ প্রদান করে আসছে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ যা সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে প্রবর্তিত। শিল্প-সাহিত্যের নানা ধারায় কাজ করা সাহিত্য মঞ্চ এ বছর উদযাপন করছে তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সাহিত্য মঞ্চ পরিবার আয়োজন করেছে তাদের সবচেয়ে নান্দনিক অনুষ্ঠান ‘চাঁদপুর সাহিত্য সম্মেলন ২০২৫’। আজ ২৪ জানুয়ারি, চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্যপ্রেমীদের এই অনন্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সাহিত্য মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত এবারের চাঁদপুর সাহিত্য সম্মেলনের একটি আকর্ষণীয় দিক হলো ২০২৩ এবং ২০২৪ সালের জন্য সাহিত্যের ভিন্ন ভিন্ন ধারায় মনোনীতদের মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান। সাহিত্য মঞ্চের সভাপতি লেখক মাইনুল ইসলাম মানিক জানান, মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩ পাচ্ছেন পাঠকপ্রিয় চারজন লেখক। কবিতায় মাহমুদ কামাল, জুনান নাশিত। কথা সাহিত্যে রুমা মোদক এবং প্রবন্ধ ও গবেষণায় পুরস্কার পাচ্ছেন সুমন কুমার দাশ। মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক আরও জানান, সাহিত্য সম্মেলনের একই মঞ্চে প্রদান করা হবে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৪ যাতে মনোনীতরা হলেন: কবিতায় শাহ বুলবুল, কথা সাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন। নান্দনিক এই আয়োজন সম্পর্কে সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আশিক বিন রহিম বলেন, আমরা আনন্দিত যে সাহিত্যে বিশেষ প্রয়াসের স্বীকৃতিস্বরূপ সাতজন পাঠকপ্রিয় সাহিত্যিককে আমরা সম্মান জানাবো। তাদের সাথে আড্ডা ও কথায় বলতো পারবো আমাদের চাঁদপুর ও এই অঞ্চলের সাহিত্য আন্দোলনের কথা যা অনেক কথা হয়ে ছড়িয়ে পড়বে সারাদেশে। আশিক বিন রহিম আশাবাদ ব্যক্ত করেন, শিল্প সাহিত্যকে ভালোবাসেন এমন সুধীজনদের আন্তরিক উপস্থিতি চাঁদপুর সাহিত্য সম্মেলনকে একটি সফল সম্মেলন হিসেবে চিহ্নিত হতে সহায়তা করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com