শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::

মায়ের সিনেমা দেখার অনুমতি পাননি শ্রীদেবীর মেয়েরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। কিংবদন্তি এই অভিনেত্রী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তারই পথ ধরে এখন তার মেয়েরাও বলিউডে ডিভা হয়ে উঠছেন। জানভী কাপুর এরইমধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছেন বেশ কয়টি সিনেমা দিয়ে। ছোট মেয়ে খুশি কাপুরও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। মায়ের মতোই দুই কন্যা অভিনেত্রী হয়ে উঠার সুযোগ পেলেও কখনো তারা সিনেমার দেখার সুযোগ পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি কাপুর এই অজানা তথ্যই প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীদেবী মা হিসেবে কেন তাদেরকে তার সিনেমা দেখতে দিতেন না সেই কারণও।
খুশি ‘লাভেপ্যা’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। যেখানে তিনি আমির খানের ছেলে জুনাইদ খানের সঙ্গে অভিনয় করছেন। এই সিনেমার ট্রেলার ও গানের প্রতি দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সম্প্রতি সেই ছবির প্রচারণার জন্য ভিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন খুশি। সেখানেই তিনি মাকে নিয়ে অজানা কথাগুলো প্রকাশ্যে আনেন।
খুশি বলেন, ‘আমার মা আমাদের দুই বোনকে কখনো তার সিনেমাগুলো দেখার অনুমতি দিতেন না। মা লজ্জা পেতেন। তাই আমি আর জানভী আমাদের রুমে বসে সেগুলো গোপনে দেখতাম। আমরা অনেক সিনেমা দেখেছি, কিন্তু সবই গোপনে।’
খুশি তার মায়ের সম্পর্কে আরও বলেন, ‘মা যেখানেই যেতেন তিনি শালীনতায় নিজেকে অনন্য করে প্রস্তুত করতেন। এটা আমার খুবই ভালো লাগতো। আমি মুগ্ধ হয়ে মাকে দেখতাম।’ খুশি কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা ‘লাভেপ্যা’ ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সিনেমায় আরও অভিনয় করেছেন গ্রুশা কাপুর, আশুতোষ রানা, তানভিকা পার্লিকার, কিকু শারদা এবং অন্যান্যরা। সিনেমাটি পরিচালনা করেছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির পরিচালক আদ্বৈত চন্দন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com