রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

ছয় শত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের গণমানুষের নেতা এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। আর উপস্থিত ছিলেন ব্যাংকার মাওঃ আব্দুস সোবান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমূখ

গত শনিবার আল-নাহদা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে ছয় শত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যক্তিত্ব মাস্টার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের গণমানুষের নেতা এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। আর উপস্থিত ছিলেন ব্যাংকার মাওঃ আব্দুস সোবান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমূখ।

বক্তারা বলেন বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছে, মানুষের কল্যাণকে ও অকল্যাণের মধ্য দিয়ে অশান্তি সৃষ্টি করেছেন, তাদেরকে আমরা আর দেখতে চায় না। দেশের সাধারণ মানুষ তাদের বয়কট করে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছেন। নতুন দিনে আগামীর প্রত্যাশায় অত্র অঞ্চলে সেতুবন্ধন করতে চায়। সে লক্ষ্যে আজকের এই দিনে শুধুই শুভেচ্ছা বিনিময় এবং কম্বল বিতরণের মধ্য দিয়ে আপনাদের সাথে যোগাযোগ ও সেতুবন্ধনের প্রক্রিয়া শুরু হলো। আমরা আপনাদেরকে ইসলামী আদর্শ ও সত্য ন্যায়ের মূল্যবোধ সম্পন্ন সমাজ উপহার দিতে চাই। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চাই। আপনারা সমাজের সচেতন মানুষ, আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে, যাতে করে আগামী দিনে আর কোনদিন মতামত দিতে ভুল না করি। এদেশে ইসলামী সমাজ কায়েম হোক এটা আমরা চাই। সমাজের প্রত্যেক মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষ হিসেবে সত্য বলা এবং মত প্রকাশের স্বাধীনতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা যেন জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য যথার্থভাবে বাস্তবায়নে সক্রিয় হই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com