ধর্মের টানে অভিনয় ছেড়েছেন অভিনেতা তামিম মৃধা— সম্প্রতি এমন খবরে সয়লাব সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম। বিষয়টি ছড়িয়েছে তামিমের বড় ভাই সাকিব এম তালহার একটি পোস্টের মাধ্যমে।
তালহা নিজের ফেসবুকে লেখেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’
তালহার পোস্টের ওপর ভিত্তি করে যখন সরগরম সোশ্যাল মিডিয়া তখন তামিম বললেন ভিন্ন কথা। জানালেন বিষয়টি যেভাবে ছড়ানো হচ্ছে সেরকম না। সংবাদমাধ্যমকে তামিম বলেন, “প্রত্যেক মানুষেরই ধর্মের প্রতি আলাদা একটা বিষয় থাকে। সে ধর্মেরই হোক। সম্প্রতি দেখছি আমার নাম জড়িয়ে ‘ইসলামের ছায়াতল’সহ বেশ কিছু শব্দ দিয়ে কিছু পোস্ট ও খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, সেটা সেরকম না। তবে হ্যাঁ, লম্বা সময় ধরে আমি অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে আমি পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি।’
অভিনেতা আরও বলেন, ‘সম্প্রতি ইউটিউবে আমি একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছি। এই অনুষ্ঠানের প্রথম পর্ব করার পর দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। সেটা দেখেও অনেকে এমন ভাবতে পারেন।’
সবশেষে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয় তাই আমি অনুরোধ করব এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়।’
ছোটপর্দার পরিচিত মুখ তামিম। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে ব্যাচেলর পয়েন্ট, ফ্যামিলি ক্রাইসিস উল্লেখযোগ্য।