বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে প্রাণী চিকিৎসা সেবা প্রদান

শাহীন আহমেদ কুড়িগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদানের আয়োজন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া, মিলিটারি ফার্ম লালমনিরহাট। এ সময় উপস্থিত ছিলেন মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযুষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাসের এএএন্ডকিউএমজি লেফটেন্যান্ট কর্ণেল আলী রাহাত আহমেদ রাশেদী, পিএসসি, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান ও ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান। এসময় সামরিক বাহিনীর ৪ জন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের ৬ জন ডাক্তার দ্বারা মোট ৩ হাজার ৪ শত ৫৩ টি গরু, ছাগল হাঁস মুরগির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কার্যক্রমের সহযোগিতায় ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগ। ভোগডাঙ্গা ইউনিয়নে বিনামূল্যে গরুর চিকিৎসা সেবা ও ওষধ পেয়ে অত্যন্ত খুশি চিকিৎসা নিতে আশা স্থানীয় খামারী ও সাধারণেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com