শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না বলে মন্তব্য করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি শনিবার বিকালে গোবিন্দপুর মুহাম্মাদিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নোয়াখালী চাটখিল উপজেলার ০৭ নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন। চাটখিল উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ হারিছের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, খুলনা ফুলতলা এম এম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সমবায় বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, উপজেলা যুবদলের সদস্য মাহাফুজুর রহমান কনক, স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ জি এস জাহাংগীর খান রাসেল, ছাত্রদল এ.এইচ সৌরভ, রাকিব প্রমুখ। এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।