রাউজান উপজেলার শতবর্ষীয় বিদ্যাপীঠ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপি বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯, ৩০ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস লক্ষ্মী রানী বৈদ্যের সঞ্চালনায় প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপ্লব গাঙ্গুলী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু মোস্তাক আল কাদেরী, বিএনপি নেতা নুরুল আবছার, উত্তর জেলা ছাত্রদল নেতা ছোটন আজম, সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম, আব্দুল হামিদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ খবির উদ্দিন, সহকারী শিক্ষক দেবু প্রসাদ বড়ুয়া, কমল বড়ুয়া, এম এ ফয়েজ, আশুতোষ চক্রবর্ত্তী, আইরিন দিলরুবা, বিবি ফাতেমা, রাসেল আচার্য, ফাতেমা নার্গিস, জয়শ্রী চক্রবর্ত্তী, পূর্ণিমা দে, রানা সিংহ, তানিয়া সুলতানা, নওশীন ফাবিহা, এস এম সাইফুল আলম, মো.নাজিম উদ্দিন, এস এম আজাদ, সিরাজুল মুনির, জাফর ইকবাল, সজীব বড়ুয়া, নাঈমা নিগার মুন্নি, ইসরাত জাহান মুমু ও মোঃ, সাকিব, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ফয়সাল আহমদ শান্ত এ চারটি হাউজে বিভক্ত হয়ে ছাত্রছাত্রীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এতে হাউজ লিডার শিক্ষক কমল বড়ুয়ার দল “শহীদ ফয়সাল আহমদ শান্ত হাউজ “ সর্বোচ্চ পয়েন্ট পাওয়ায় শ্রেষ্ঠ দল হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক দেবু প্রসাদ বড়ুয়া ও এম এ ফয়েজ।