বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী যুব সমাজের উদ্যোগে সোমবার রাতে কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উওর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী কালাম। মসজিদ কমিটির সভাপতি কাজী আবদুস সোবাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোঃ অলিউর রহমান (অলি), ইউনিয়ন বিএনপি নেতা হাবুল হাওলাদার, উপজেলা যুবদল নেতা মোঃ সবুজ সরদার, পৌর যুবদল নেতা সুমন ঘরামী, ইউনিয়ন যুবদল নেতা কাজী মুরাদ হাসানসহ অন্যান্যরা। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা মো. আবুল হাসান বুখারী ও বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমানী।