সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ৩১শে জানুয়ারি লেখা ওই চিঠিতে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে অতুলনীয় (টাওয়ারিং ফিগার) বলে অভিহিত করেন। কামনা করেন তিনি যেন দ্রুত রোগমুক্ত হন।
শেহবাজ শরীফ লিখেছেন, আশা করি আপন প্রিয়জন পরিবেষ্টিত একটি স্বস্তিময় অবস্থায় থাকা আপনার কাছে পৌঁছাবে। আপনার স্বাস্থ্যগত ইস্যুর বিষয়ে জানতে পেরে আমি বিচলিত। আপনার দ্রুত ও পুরো সুস্থতার জন্য আমার সর্বোত্তম আশীর্বাদ পৌঁছে দিচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আপনি একজন অতুলনীয় ব্যক্তি হয়ে আছেন। জনসেবায় আপনার অচল আত্মোৎসর্গ বহু মানুষের উৎসাহ হয়ে আছে। আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করে প্রার্থনা করি আমি। এই সময়ে আপনি, আপনার পরিবার এবং সমর্থকদের প্রতি আমাদের সহানুভূতি আছে। সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাকে সব রকম অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।