বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, আমরা আমাদের বক্তব্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি। বাংলাদেশের একটা নির্বাচনী এলাকা পুনর্বহাল হলে কুমিল্লা-৯ আসন হবে। আর না হলে আমরা লড়াই করব। প্রয়োজনে আমরা নির্বাচন কমিশনের সামনে জীবন দেব। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান শেষে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে আজ সকালে কুমিল্লার পাদুয়ার বাজার থেকে নির্বাচন কমিশন অভিমুখে রোডমার্চ করে ঐক্য সংহতি পরিষদ ও কুমিল্লা বাঁচাও মঞ্চ। এর সহযোগিতায় ছিল কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা ও মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গসংগঠন। যার নেতৃত্ব দেন মনিরুল হক চৌধুরী।
এদিকে অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেন, আপনারা সোচ্চার আছেন, আরও সোচ্চার হতে হবে। ইউনূস সাহেবকে জনগণের কথা শোনা উচিত। জনগণের কথা না শুনলে লাল ফিতার মধ্যে আটকে যাবে। অনেকে বলেন, ভোট তাড়াতাড়ি দিলে ক্ষমতায় চলে আসবে। কিন্তু এখানে বিএনপি বিষয় না, বিষয় দেশ। দেশের উন্নতি।
তিনি বলেন, আমরা ভোট দিতে পারি নাই ১৫ বছর। আমার আসনে ইভিএমে নির্বাচন হয়। তারপরও হিসেব দিতে সময় লেগেছিল রাত ১টা-২টা। সেই সময় আওয়ামী লীগকে জেতানোর জন্য সিট ভাগ করা হয়েছিল। নির্বাচন কমিশনকে বলব, জনগণের কথা শুনুন। অনেকে বলেন, এত তাড়াতাড়ি নির্বাচনের জন্য রক্ত দিয়েছে নাকি।
আমি বলব হ্যাঁ, নির্বাচনের জন্যই রক্ত দিয়েছি। ১৫ বছর আমরা রক্ত দিয়েছি।
তিনি আরও বলেন, বিএনপি ভয় পায় না। শেখ হাসিনা বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়টা মন্ত্রী চান আসেন। বিএনপি যায় নাই। ৫ই আগস্টের পরও জাতীয় সরকার গঠনের সুযোগ ছিল। বিএনপি করে নাই। বেগম খালেদা জিয়া আজ সম্মানে দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন। আওয়ামী লীগ চাকরি, ব্যবসা খেয়ে দিয়েছে। দেশের জন্য গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্টের আইনজীবী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ। সভাপতিত্ব করেন, ঢাকাস্থ সদর দক্ষিণ লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক এম ওয়াহিদ মজুমদার।