ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইসহাক সাওমের(১৩) উপর হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন হামলার শিকার স্কুল ছাত্রের বাবা শামীম হোসেন, সাবেক কাউন্সিলর সাইদুর রহামান, যুবদল নেতা মাজহারুল ইসলাম, এমদাদুল হক ও বিল্লাল হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তারা, অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে গত ২৮ জানুয়ারী উপজেলা পরিষদ চত্ত্বরে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন খেলা দেখতে গেলে কতিপয় কিশোর ইসহাক সাওমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হামলার শিকার স্কুল ছাত্রের বাবা শামীম হোসেন বাদি হয়ে ৮জনকে আসামী করে ভালুকা মডেল থানায় (মামলা নম্বর-৪৬, তারিখ-৩০/০২/২০২৫) মামলা করেন।