কক্সবাজার জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান চকরিয়া গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও একাডেমিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান। চকরিয়া গ্রামার স্কুলের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ সহকারী মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার কক্সবাজার মোহাম্মদ গোলাম মোস্তফা, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ আবু নাঈম আজাদ, আহবায়ক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অধ্যাপক বশির আহমদ,আহবায়ক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫, চকরিয়া গ্রামার স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন উল রশিদ, চকরিয়া গ্রামার স্কুলের সাবেক সভাপতি অধ্যাপক চৌধুরী আজম, স্কুলের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব আনোয়ার হোসেন, অধ্যাপক সামশুল হুদা সিনিয়র শিক্ষক আবদুল মান্নান ও বাপ্পি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চকরিয়া গ্রামার স্কুলের পরিচালক সরকারি বেসরকারী, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দগণ।