শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : টুকু ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের দেয়া হচ্ছে ক্ষুদ্র অস্ত্র : ডিএমপি কমিশনার রাজধানীতে গোলাপি বাসে যাত্রী পরিবহন শুরু হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে চীনের কাছে কেন হারছে ভারত? ফ্যাসিস্ট দুঃশাসনের আইকন ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি এখন ধ্বংসস্তূপ বিশৃঙ্খলায় প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কি না জানার চেষ্টা করব : মেজর হাফিজ টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না দেখে নিন

কৃষক-শ্রমিকের কাছে তাদের অপরাধী সাব্যস্ত করলেন সায়ান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

একদল মানুষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। এই মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করেছেন জীবনমুখী প্রতিবাদী গানের এই শিল্পী। তার মতে, এই মানুষেরা কৃষক-শ্রমিকের কাছে অপরাধী।
গত ৫ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১২টায় সায়ান ফেসবুকে দিয়েছেন শক্ত এক বার্তা। সেখানে পোস্ট করা ২১টি নিউজ ফটোপোস্ট স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী আমলে অপরাধে জড়িত মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের ঘনিষ্ঠজনদের অপরাধের কথা। কেউ শতকোটি, কেউ হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কারও সম্পদ আরব আমিরাতে, আবার কারো রাশিয়ায়। সেসব অপরাধীদের উদ্দেশে ঘৃণা প্রকাশ করেছেন এই শিল্পী।
ওই পোস্টে সায়ান লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ-পক্ষশক্তির কিছু সদস্যের মুক্ত-হস্তে লুটপাটের নমুনা! দিনরাত সারাক্ষণ চুরি না করলে কেউ এত টাকা বানাতে পারে, আমাদের মতো একটা দেশে? এরা দেশপ্রেমিক? এদের থেকে দেশপ্রেমের প্রশিক্ষণ নেব আমরা? এদের নৈতিক কর্তৃত্বের গলাবাজি শুনবো?’
‘মুক্তিযুদ্ধের চেতনা’র নামে মন্ত্রী-সংসদ সদস্যদের আত্মসাৎ করা টাকাগুলোকে জনগণের উল্লেখ করে সায়ান লিখেছেন, ‘এই টাকাগুলো বাংলাদেশের মানুষের। পতিত দলের কর্মকান্ড আমাদের স্মরণে রাখা দরকার আগামী দিনের জন্য। তারা রাজনীতি করেছেন “চেতনা” শব্দটি ব্যবহার করে। কাজের সাথে মিলিয়ে মনে হচ্ছে, এটা মূলত “চুরির চেতনা”। মুখে সারাক্ষণ মুক্তিযুদ্ধ, আর কাজে সারাক্ষণ চুরি! দেশের মানুষকে ঠকিয়ে এই মাটির পয়সা চুরি করতে তাদের খারাপ লাগেনি কখনো।’
হাছান মাহমুদ, রাশেদ খান মেনন, দীপু মনি, শাহরিয়ার আলম, আছাদুজ্জামান মিয়া, সালমান এফ রহমান, নিক্সন চৌধুরী, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, নাঈমুল ইসলাম খান, নাফিস সরাফত, টিউলিপ সিদ্দিক, জান্নাত আরা হেনরি, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপসদের দুর্নীতির সেসব ফটো পোস্টে উল্লেখ করা টাকার পরিমাণ নতুন করে বিস্মিত করেছে সায়ানের অনুসারীদেরও। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে চিকিৎসা না পেয়ে মরে যাওয়া, সংসার চালাতে না পারা, চাকরি না পাওয়া, শিক্ষা না পাওয়া প্রত্যেকটি মানুষের কাছে এরা অপরাধী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে! প্রতিটি কৃষকের কাছে তারা অপরাধী। প্রত্যেক শ্রমিকের কাছে তারা অপরাধী।’ প্রতিবাদী গানের শিল্পী হিসেবে সমাদৃত সায়ান। ২০০৮ সালে সায়ানের প্রথম গানের অ্যালবাম ‘সায়ানের গান’ প্রকাশিত হয়। তার দ্বিতীয় দ্বৈত অ্যালবাম ‘আবার তাকিয়ে দেখ’ এবং ‘স্বপ্ন আমার হাত ধরো’ ২০০৯ সালে প্রকাশিত হয়। ‘জনতার বেয়াদবি’ গানটির জন্য সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে মানুষের সমর্থণ ও ভালোবাসায় যুক্ত হয় তার নাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com