শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

নেত্রকোনায় ক্রিয়েশান স্কুলের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোণা জেলায় সুনামধন্য ক্রিয়েশান স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার সকাল ১০ ঘটিকার সময় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন ক্রিয়েশান স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মাহাবুব উল্লাহ ও পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক শাহানা আক্তার হোসেন, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মাহফুজুল হক জিপি, নেত্রকোণা জেলা জজ কোট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি খান, আঞ্জুমান মফিদুল ইসলাম এর কোষাধ্যক্ষ মোঃ অলি উল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব ছোটন আহম্মেদ, সাবেক ছাত্র নেতা শওখত জাহিদ খান সজিব, সাবেক সাবেক ছাত্র নেতা মোঃ আরিফুল ইসলাম, তানভীর আহম্মেদ, মাহফুজুর রহমান রনিসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ছাত্র, ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com