চাটখিলে ডা.মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় গতকাল সকালে চাটখিল নারায়ণপুর আর.কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সোনাইমুড়ি-চাটখিল উপজেলাব্যাপী আন্ত:স্কুল বির্তক প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক আবদুল বাতেনের উপস্থাপনায় পক্ষ দলের জান্নাতুল তাসলিম (দলনেতা), তাছনিয়া তাছবির, জিন্নাত সাবরিন সুপ্তি ও সায়েমা ইসলাম এবং বিপক্ষ দলের জান্নাতুল ফেরদাউস বর্ষা (দলনেতা), অনামিকা আফরিন সানজিদা, মিফতাহুল খাদিজা, মিথিলা আক্তার “জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ’ই হলো বিবেচ্য বিষয়” নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে পক্ষ দল বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের জান্নাতুল তাসলিম নির্বাচিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের কর্মকর্তা মহি উদ্দিন, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক লোকমান হোসেন,ছাত্র প্রতিনিধি রেদোয়ান প্রমুখ। উল্লেখ আত্মমানবতার সেবায় বিগত ১০ বছর পূর্বে সোনাইমুড়ি দেওটি ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার মোস্তফা হাজেরার নামে তার সন্তানেরা মোস্তফা হজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে তারা চাটখিল সোনাইমুড়িতে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।