মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::

সবুজ বাংলার জলবায়ু পরিবর্তন ও তরুণ সক্ষমতা প্রশিক্ষণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা জন্য সবুজ বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জলবায়ু পরিবর্তন ও যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণটি গতকাল রাসবো চায়না টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ৩০ জন তরুণ –তরুণী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবেশবিদ, জলবায়ু কর্মী এবং বিশেষজ্ঞরা, যারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন, গাছ রোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাহি লাইফ গ্লোবাল মালেশিয়ার প্রধান নির্বাহী পরিচালক আবু সায়েম মাছুম, হাসিবুল হোসেন, আকাঙ্ক্ষিত গ্রহবিজ্ঞানী, দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রির্পোটার রবিউল হোসাইন রাজু, সবুজ বাংলাদেশের জলবায়ু টিমের ইয়ুথ রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি প্রমূখ। মূখ্য প্রশিক্ষক আবু সায়েম মাছুম বলেন জলবায়ু পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণই পারে বিশ্ব জলবায়ুর সমস্যা গুলো তুলে ধরে এবং সমাধানের পথ বের করতে। সবুজ বাংলাদেশএর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু এই প্রশিক্ষণের মূল উদ্যোক্তা। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হলে সবাইকে একত্রিত হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com