সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে তাদের পরিস্থিতি হবে ভয়াবহ-শেরপুরে ব্যারিষ্টার ফুয়াদ

জাহিদুল খান সৌরভ শেরপুর
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনর্বাসন করাসহ ভারতের স্বার্থ রক্ষার রাজনীতি যারা করবেন তাদের অবস্থা হবে ধানমন্ডি ৩২র মতো। রবিবার শেরপুর জেলা আইনজীবি সমিতির হলরুমে সাংবাদিকদের একথা বলেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারন সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তাদের সেই স্বৈরাচার শাসনামলের অবসান ঘটে। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৪৫ বিলিয়ন ডলার এক্সপোর্ট মানি আসার কথা। কিন্তু এই টাকাটা দেশে আসেনি। এই টাকাটা পাচার হয়ে গেছে। কাজেই সেরকম বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে রেখে গেছে, সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ নেতারা বলেছিল, দেশে দেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোথাও এরকম ঘটনা ঘটেনি। কারন বর্তমান অন্তর্র্বতী সরকার দেশকে গৃহযুদ্ধ ও দূর্ভিক্ষ থেকে রক্ষা করেছে। আমাদের সকলের উচিৎ বর্তমান অন্তর্বতী সরকারকে সহযোগীতা করা। প্রফেসর ইউনুস ছাড়া অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্ব যদি অন্য কেউ পেত তাহলে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানিয়ে দিতো। ভারত যে পরিমাণ মিস ইনফরমেশন, ডিজ ইনফেকশন, বিভিন্ন প্রোপাগান্ডা, মাইনোরিটি নির্যাতনের নাটকের গল্প দেখিয়েছে আমরা বাইরের দেশের কাছে খুব বিব্রতকর অবস্থায় পড়তাম। প্রফেসর ইউনুস থাকাতে সারা বিশ্বকে এই গাল গল্প বিশ্বাস করাতে পারে নাই আওয়ামীলীগ। এটা আমাদের জন্য বড় একটা ইতিবাচক বিষয়। ওনার মত একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে আমরা আমাদের সরকারের সম্মুখ ভাগে পেয়েছি। অনেক রাজনীতিবিদ বলেন, যেন দেশে দ্রুত একটি জাতীয় নির্বাচন দেওয়া হয়। সত্যিই কি নির্বাচন প্রয়োজন? এবি পার্টি মনে করে না। কারণ ফ্যাসিস্টদের বিচার ও দেশ পুনঃস্কার না করে এই মুহুর্তে নির্বাচন দেওয়া উচিৎ হবে না। তাহলে পুনরায় দেশ কঠিন সমস্যার সম্মুখীন হবে। ব্যারিষ্টার ফুয়াদ আরো বলেন, অন্তর্র্বতী সরকারের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু তারা পেরে উঠছে না। কারণ আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী নিয়েও রাজনীতিকরন হয়েছে। এই বাহিনীতে আওয়ামী লীগের হাজার হাজার লোক নিয়োগ হয়েছে। এখন তাদের বাতিলও করা যাচ্ছে না আবার কাজেও লাগানো যাচ্ছে না। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মোমেনশাহী জেলার আহ্বায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলার সদস্য সচিব মুকসিতুর রহমান, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান, জামালপুর এবি যুব পার্টির আহ্ববায়ক শিহাব ইসলাম, শেরপুর জেলা যুব পার্টির আহ্বায়ক এসএম শাহাদাত হোসেন শিবলু ও যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com