চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার আমীর নাজিম উদ্দিন ইমু। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার বলেন, “জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা দ্বীন কায়েমের আন্দোলন করি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনায়াসে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অনায়াসে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। থানা আমীর নাজিম উদ্দিন ইমু বলেন মানব রচিত বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। কাঞ্চননগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এডভোকেট আমিন উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাস্টার ফারুক আজম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউনিয়ন শ্রমিক ফেডারেশন সভাপতি লোকমান চৌধুরী, ইউনিয়ন সহ সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী।