সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে ঘরের তালা ভেঙে লুটপাট ও ভাংচুর করে জমি দখলের পাঁয়তারা, থানায় অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের ভাবখালি ইউনিয়নের পনঘাগড়া এলাকায় তালা ভেঙে ঘরের আসবাবপত্র লুটপাট, বসত ঘরের টিনের চাল ও দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাড়ির মালিক মোঃ মতিউর রহমান ঢালী (৫৫) ৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, তার ভগ্নীপতি ওই এলাকার মৃতঃ জমসেদ মন্ডলের ছেলে মোঃ শাহ আলম লিটন(৫৬), তার ছেলে আবু সুফিয়ান সারোয়ার সম্রাট(৩২), আবু ইউসুফ সারোয়ার সাগর(২৯) ও মোঃ শাহ আলম লিটনের স্ত্রী ইসমা আক্তার(৪৫)। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মতিউর রহমান ঢালী পরিবারের লোকজন নিয়ে চাকুরীর সুবাধে ঢাকায় বসবাস করেন। মাঝে মধ্যে বাড়ীতে আসেন বেড়ানোর জন্য। গত ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আনুমানিক রাত ৩ টার সময় অভিযুক্তরা বসত ঘরের তালা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে ঘরের সকল আসবাবপত্র এবং বসত ঘরের টিনের চাল লুটপাট করে দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে আনুমানিক আট লক্ষ টাকার ক্ষতি হয় বলেন জানান মোঃ মতিউর রহমান ঢালী। ৯ ফেব্রুয়ারি (রবিবার) সকালে কয়েকজন সাংবাদিক সরেজমিনে পর্যবেক্ষণ করতে গেলে সাংবাদিকদের সামনেই মতিউর রহমানের পরিবারের লোকজনদের অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে এবং ইট, লোহার রড, লাঠি সোটা নিয়ে মারার জন্য ক্ষিপ্ত হয় শাহ আলম লিটন স্ত্রী-সন্তানরা। ওই এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ওই জমি মতিউর রহমান ও তার ভগ্নীপতি শাহ আলম লিটনের যৌথ মালিকানায়। বাড়িটিও দুইজনের। শাহ আলম লিটন জমিটি দখল করার জন্য ঘর ভেঙে ফেলেছেন। এবিষয়ে অভিযুক্ত সম্রাট বলেন, জমি আমার বাবার। আমরা আমাদের ঘড় মেরামত করার জন্য ভেঙেছি। আমরা অন্য কারো ঘর ভাঙ্গিনি। এঘটনার পর কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সকল প্রকার কাজ করতে নিষেধ করে জমির সকল কাগজ-পত্র থানায় নিয়ে যেতে বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com