বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

জয়কে ‘অপহরণ ও হত্যাচেষ্টা’ মামলা: খালাস পেলেন মাহমুদুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাত বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে এ খালাস পান তিনি। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। ২০২৩ সালের আগস্টে এ মামলার রায়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানসহ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকে সাত বছরের কারাদ- দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে থেকে মামলা হওয়ার সময় পর্যন্ত জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্র’ করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার পর ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন মাহমুদুর রহমান। এরপর ৩ অক্টোবর আপিলের শর্তে জামিন পান তিনি। পরে গত ১২ ডিসেম্বর সাজার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন মাহমুদুর রহমান। ওইদিন জামিন পেয়েছিলেন তিনি ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com