চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামেয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও এলাকাবাসী। রবিবার রাতে মাদরাসার অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসার শিক্ষক মাওলানা ইলিয়াছ। এসময় তিনি বলেন, মাদ্রাসায় পরীক্ষা চলাকালিন সময়ে বহিস্কৃত মোহতামিম হাবীবুল্লাহ আজাদী ও বক্তপুর ইউপি চেয়ারম্যান ফারুকুল আজমের নির্দেশে একদল সন্ত্রাসী মাদরাসায় ঢুকে প্রধান গেইট ও পিছনের গেইট তালাবদ্ধ করে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মাদরাসার আসবাবপত্র ও মুহতামিমের নেম প্লেট ভেঙ্গে অশ্লিল ভাষায় গালিগালাজ করেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা জাফর উল্লাহ, মাওলানা ইলিয়াছ মাওলানা সোলায়মানসহ শিক্ষক ও এলাকাবাসী উপস্হিত ছিলেন।