চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ তার পরিবারের বিরুদ্ধে ক্রয় করা জমি রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ইলিয়াস উদ্দিন বলেন, স্থানীয় সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পৈতৃক সম্পত্তি বিক্রয়ের জন্য গত ২০২১ সালের ২০ আগস্ট তাদের মনাকষার বাসায় আলোচনা করে রাজনগর মৌজার সাড়ে ১০ কাঠা জমি ৯১ নম্বর আরএস, ১৯৫৫ ও ১৯৫৬ এর দাগের প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। পরে দুই দফায় সাবেক এমপির ভাই মুকির উদ্দিন আহমেদ দিপুকে ৫ লাখ টাকা দেয়া হয়। কিন্তু জমির দাম হঠাৎ করে কোন কারণ ছাড়াই কাঠা প্রতি আরো ২০ হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে তাতেই রাজি হয়ে গত বছরের ৬ মে জমি রেজিস্ট্রি দেয়ার সিদ্ধান্ত হয়। সে সময় তারা সকলে ঢাকায় অবস্থায় করায় কমিশনের জমি রেজিস্ট্রির পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী আমাদের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে বিমানে তাদের ঢাকার বাসভবনে পৌঁছায়। কিন্তু সেইদিন তারা জমি রেজিস্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ফিরিয়ে দেন। এরপর থেকেই জমি রেজিস্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করছেন। তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন লোকজনদের দিয়ে হুমকি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ছোট ভাই সোহেল আহমেদ পলাশ ও সাকিল উদ্দিন আহমেদ বাপ্পিসহ তাদের ওয়ারিশরা। এছাড়া ওই জমিটি অন্য একজনের কাছে আরো বেশি দামে বিক্রি করা পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তবে সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সহোদর ছোট ভাই সোহেল আহমেদ পলাশের মোবাইল বন্ধটি পাওয়া যায়। অপর ভাই জাকির উদ্দিন আহমেদ মিতু বলেন, মুকির উদ্দিন আহমেদ দিপু বিদেশে আছেন। সে টাকা নিয়ে থাকলে তার ব্যক্তিগত বিষয়।