জামালপুর জেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জামালপুর জেলা কর্তৃক আয়োজিত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুলাহ আল মামুন বাবু। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুছ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন,সরিষাবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী ক্রীড়া অনুষ্ঠানের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান শফি। সমাপনী ক্রীড়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবুল ইসলাম দিলীপ। ক্রীড়া অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সাটিফিকেট বিতরণ করেন।